সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)
বাগেরহাট শহরের প্রধান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অতিরিক্ত মূল্য আদায় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠান ও অর্থের পরিমাণ: খান পোল্ট্রি (মালিক: আব্দুস সালাম) – ২,০০০ টাকা মিলান স্টোর (পোল্ট্রি ফিড বিক্রেতা) – ২,০০০ টাকা আসিত সাহা অ্যান্ড ব্রাদার্স (চাল বিক্রেতা) – ৩,০০০ টাকা ডোলা স্টোর – ৫০০ টাকা আব্দুল জলিল ট্রেডার্স – ৫০০ টাকা
সব প্রতিষ্ঠানই জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছে এবং ভবিষ্যতে সঠিক মূল্য প্রদর্শন ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রির প্রতিশ্রুতি দিয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি বিপণন কর্মকর্তা সুমন হোসেন, প্রাণিসম্পদ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা পরিতোষ রায় এবং আনসার সদস্যরা। এছাড়াও, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।