মোঃ নাজিম মিয়া স্টাফ রিপোর্টার
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনে বক্তারা জাহিদুলের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “একজন শিক্ষার্থীর জীবন কেড়ে নেওয়ার এই নির্মমতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই, এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল খুনিকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”
মানববন্ধনে ছাত্রদলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন স্তরের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে জাহিদুল হত্যার প্রতিবাদ জানান এবং ন্যায়বিচারের দাবি তুলে ধরেন।