1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নাগেশ্বরীতে প্রস্তুতিমূলক আলোচনা  কবিতা কিওর-এর জলজ সমৃদ্ধি প্রকল্পের নিরাপদ সুপেয় পানি পান করছেন শতাধিক লোক বৃটেনে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন শ্রীমঙ্গলে স্কুল থেকে ফেরার পথে ছড়ার পানিতে ডুবে তৃতীয় শ্রেণীর ছাত্রীর মৃ,ত্যু জামালপুরে শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন লেমুয়া ইউনিয়ন যুবলীগ নেতা শংকর শীলের বিরুদ্ধে অভিযোগ অসহায় পরিবারের পাশে জিসান ফাউন্ডেশন নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম পেলেন টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ পুলিশ পদক

গফরগাঁওয়ে চাঁদা না পেয়ে নির্মাণ কাজে হামলা: প্রবাসীর সন্তান ও রাজমিস্ত্রী আহত

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান 
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামে চাঁদার দাবিতে হামলা, মারধর ও নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন প্রবাসীর সন্তান এবং দুইজন রাজমিস্ত্রী।

জানা যায়, প্রবাসী নজরুল ইসলাম প্রায় ছয় মাস আগে দেশে ফিরে তার তিনতলা ফাউন্ডেশনের ঘর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় স্থানীয় হাবিবুর রহমান এক লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং তার সহযোগীদের নিয়ে কাজ বন্ধ করে দেন। পরবর্তীতে নজরুল ইসলাম বাধ্য হয়ে ৫০ হাজার টাকা প্রদান করলেও পরিস্থিতির উন্নতি হয়নি।

নজরুল ইসলাম বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে স্ত্রী সুরেফা আক্তার পলি পুনরায় ঘরের নির্মাণ কাজ শুরু করলে হাবিবুর রহমান আবারও তিন লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং কাজ বন্ধের হুমকি দেন।

২০ এপ্রিল (রবিবার) দুপুর ২টা ৩০ মিনিটে নির্মাণাধীন ঘরের ইটের গাঁথুনির কাজ চলাকালে হাবিবুর রহমান, তার ছেলে নওশাদ, স্ত্রী নাসিমা খাতুন, মাজহারুল ইসলামসহ একদল লোক এসে কাজ বন্ধ করে দেয় এবং পুনরায় চাঁদার দাবিতে হুমকি দেয়।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পলির ছেলে শুভকে লোহার রড দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করা হয়। তাকে বাঁচাতে গেলে রাজমিস্ত্রী জোনায়েত ও মোস্তাকিনও হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর সুরেফা আক্তার পলি গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট