1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

রূপগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রান গেল এক সিএনজি অটোরিকশাচালকের

জেলা প্রতিনিধি মোঃ ওয়াকিল আহমেদ।
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি মোঃ ওয়াকিল আহমেদ।

নারায়ণগঞ্জ রুপগন্জ যাত্রীবহি বাসের ধাক্কায় এক সিএনজি অটোরিকশা চলকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) উপজেলার তারাবো পৌরসভার রূপসী মৈকুলি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার দুই যাত্রী আহত হন। তথ্যটি নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. জাহানুর আলী।

নিহত অটোরিকশাচালকের নাম আক্তার হোসেন (৫৬)। সে সোনারগাঁও উপজেলার কাঁচপুর উত্তরপাড়া এলাকার মৃত সাইজদ্দিনের ছেলে। আহতরা হলেন মাসুদ আলম ও তার স্ত্রী মৌসুমী আক্তার।

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. জাহানুর আলী জানান, সকালে কাঁচপুর থেকে আক্তার দুজন যাত্রী নিয়ে ভুলতার উদ্দেশে রওনা হন। মৈকুলি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মেঘলা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আক্তারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট