হোসেন আলী, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামের মোঃ রফিক মোল্লার ছেলে মোঃ রমজান মোল্লা স্ত্রী মোসাম্মৎ তনু বিশ্বাস পিতা মোঃ বদিয়ার বিশ্বাস,গ্রাম গঙ্গারামপুর উপজেলা শালিখা জেলা মাগুরা, পরকীয়ার কারণে ১৭ই এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার ছয় মাস বয়সী মেয়ে সাইমা কে ঘুমিয়ে দেখো আনুমানিক সকাল ১১ টায় নিজের প্রয়োজনীয় জিনিস পত্র এবং কিছু স্বর্ণলঙ্কার নগদ টাকা সহ আনুমানিক সর্বমোট দুই লক্ষ টাকার মত বুজ নিয়ে পালিয়ে যায়। রমজানের পিতা এবং মাতা প্রয়োজনীয় কাজের জন্য নড়াইল জেলা শহরে থাকার কারণে বাড়িতে অন্য কোন লোক উপস্থিত ছিল না। রফিকের ছেলে রমজান মাঠে ধান কাটায় ব্যস্ত ছিল এমনই সুবর্ণ সুযোগ তনু বিশ্বাস আর হাতছাড়া করেনি। প্রেমিকের সাথে যোগাযোগ করে তনু বিশ্বাস এ সময় মেয়েকে ঘুম পাড়িয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। তনু বিশ্বাসের স্বামী রমজান মোল্লা জানায় তনু সারাক্ষণ মোবাইলে তার প্রেমিকের সঙ্গে কথা বলতো। রমজান আরো জানায় তনুর বাবাকে তার মেয়ের ব্যাপারে অনেকবার নালিশ করা হয়েছে তারপরও তনু লাইনে আসেনি। রমজান জানাই আমিও তনুকে অনেকবার বুঝিয়েছি সে কারো কোন কথা শোনেনি। সারাক্ষণ শুধু মোবাইলে কথা বলতো তার কাছ থেকে মোবাইল নিয়ে গেলে সে আত্মহত্যার ভয় দেখাতো বলতো আমার মোবাইল নিয়ে গেলে আত্মতা করব সেই ভয়ে তনুর কাছ থেকে আর মোবাইল নেয়া হয়নি। রমজান আরো বলে সবশেষে মোবাইল ই আমার কাল হয়েছে। এখন এই ছয় মাসের বাচ্চা আমি কিভাবে বাঁচাবো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। রমজান আরো জানায় তনুর পালিয়ে যাওয়ার ব্যাপারে নড়াইল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।