হাসান আবদুল কাদির। বিশেষ প্রতিনিধি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে দলীয় প্রার্থী চুড়ান্ত করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। মজলিসের গাজীপুর জেলা প্রশিক্ষণ সম্পাদক ক্বারী ওসমান গণী প্রধান আজ কাপাসিয়া পরিক্রমা’কে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বাংলাদেশ খেলাফত মজলিস কাপাসিয়া উপজেলার নির্বাহী বৈঠকে মাওলানা মুহাম্মদ মুজিবুর রহমানকে সর্বসম্মতিক্রমে দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। দলীয় প্রতীক রিক্সা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা মুজিবুর রহমান। সংগঠনের কাপাসিয়া উপজেলার সকল নেতা-কর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়েছে।