মোঃ নাজিম মিয়া স্টাফ রিপোর্টার
কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে মাদক সম্রাট হিসেবে পরিচিত মোঃ শিপন মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন এর নির্দেশনায় রোববার (২০ এপ্রিল) ভোরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই রনি তালুকদার ও এসআই রাজীব চন্দ্র রায়। এছাড়াও অভিযানে অংশ নেন এএসআই হামিদুর রহমান, এএসআই আল আমিন, এএসআই রবিন মল্লিক ও সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শিপন মিয়া তার নিজ বাড়িতে অবস্থান করছে। এরপরই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শিপনের বিরুদ্ধে একাধিক মাদক মামলার রেকর্ড রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
আটককৃত শিপন মিয়াকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।
কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”