মোঃ আবদাল মিয়া জেলা প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের অভিযানে ৪৫ বোতল Eskuf (কোডিন) উদ্ধার করা হয়েছে, সেই সাথে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় (১৮ এপ্রিল) রাত পৌনে ৩টার দিকে থানার এসআই সজীব চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের অন্তর্গত কুঞ্জবন গ্রামের মাদককারবারী রিপন বাড়িতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী রিপন মিয়া (২৯) কে আটক করেন।
এসময় তল্লাশি করে আটক আসামীর বাড়ির রান্নার ঘর হইতে একটি নীল রংয়ের প্লাস্টিকের ক্যারেট এর ভিতর থেকে ৪৫ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ইনটেক কর্কযুক্ত কোডিন ESkuf সিরাপ (কোডিন) উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
ঘটনা সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া উপজেলা জুড়ে শ্রীমঙ্গল থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।