বিশেষ প্রতিবেদন
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এই অগ্নিকাণ্ডের খবরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।
স্থানীয়রা জানান, ঢাকেশ্বরী এলাকার আল আমিনের মালিকানাধীন ঝুট ব্যবসায়ীর গোডাউনে প্রথমে আগুন লাগে। পরে তা পাশের আব্দুল হাইয়ের মালিকানাধীন ডেকোরেটরের দোকান ও ড্রাম ওয়েস্টিজের আরেকটি দোকানে লাগে।
এতে উভয় দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশিক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না।