1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভুয়া সাংবাদিক নুজরুল ইসলাম (জুলুর) বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী ।    স্বচ্ছ ভোটের পরিবেশ ছাড়া যেন তেন নির্বাচন জনগণ চায় না-সারোয়ার ওয়াদুদ চৌধুরী  অভিনব কায়দায় বাগানে মাদকদ্রব্য গাঁজার চাষ আহত এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক এর বাসায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ দেখতে যান গজারিয়ায় সড়ক দুর্ঘ*টনায় নি**হত ১, আহ**ত ১৫ বগুড়ায় স্বামীর পরিবারের নির্যা*তনে শিকার গৃহবধূ আয়েশা ভারী বর্ষণে তলিয়ে গেছে টেকনাফের অর্ধশতাধিক গ্রাম চাঁদা*বাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভি*যোগে গাজীপুর বিএনপির চার নেতা বহিষ্কার: শুদ্ধি অভি+যানে বিএনপি ফেনীর ১৬ মাম*লার পলা*তক আসামী চট্রগ্রামে গ্রেফ*তার। জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ পরিচিতি সভা

জাতি-ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে দেশ গঠন করতে হবে 

আব্দুল্লাহ আল মোমিন জেলা প্রতিনিধি পাবনা
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মোমিন জেলা প্রতিনিধি পাবনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে দেশ গঠন করতে হবে।

তিনি গতকাল শুক্রবার (১৮ এপ্রিল )বিকেলে সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে জামায়াতের পাবনা পৌর ও সদর উপজেলা শাখার উদ্যোগে বিশেষ রুকন সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সালেহ মোঃ আব্দুল্লাহ’ র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের বগুড়া অঞ্চলের অন্যতম টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান,জেলা নায়েবে আমির ও জামায়াত মনোনীত পাবনা -৫ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন,পাবনা সদর উপজেলা আমীর মাওলানা আব্দুর রব।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান,,বায়তুলমাল সেক্রেটারি আব্দুল মোমিন তারবিয়াত সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, শ্রমিক কল্যাণের জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম, পাবনা পৌর জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, পৌর নায়েবে আমীর ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, পাবনা সদর উপজেলা নায়েবে আমির মাওলানা খন্দকার জাকারিয়া প্রমুখ।

সম্মেলনে ইসলামী সংগীত পরিবেশন করেন পাবনা সদর উপজেলা সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল।

প্রধান অতিথি রফিকুল ইসলাম খান বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে কারণ কোন দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন কোনদিনই সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। তিনি আরো বলেন আগামীতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকার আইন সংবিধানে পুনরায় প্রবর্তন করতে হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে কেয়ারটেকার সরকারের বিকল্প নাই।

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির বিষয়ের তিনি বলেন বড় বড় মামলার আসামিদের মুক্তি দিলেও নির্দোষ এটিএম আজহারুল ইসলাম এর মুক্তি দিচ্ছেন না, অনতিবিলম্বে এটিএম আধারুল ইসলামের মুক্তির দাবি করেন।

প্রধান অতিথি আরো বলেন, আগামী নির্বাচন ছাত্র জনতাকে সাথে নিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি ৫ আগস্ট এর ছাত্র জনতার কথা উল্লেখ করে বলেন হাজারো শহীদ ও লক্ষ্ লক্ষ লক্ষ ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতায় ফ্যাসিস্টদের কোথাও স্থান নেই। তিনি ফ্যাসিস্ট ও তাদের দোসরদের চিহ্নিত করে অতি দ্রুত বিচার করতে হবে এবং গণহত্যাকারীদের বিচার কার্যকর করতে হবে। মাওলানা রফিকুল ইসলাম খান বলেন সংগঠনের কার্যক্রম কে আরো বেগবান করার লক্ষ্যে দাওয়াতি পক্ষ চলছে,, এ সময়ে প্রত্যেক রুকনদের রাজনৈতিক অবস্থা বিবেচনা করে সর্বাধিক সময় ব্যয় করে সংগঠনের কাজকে এগিয়ে নিতে হবে। আপামর জনতার সাথে যোগাযোগ বৃদ্ধি করে তাদের মতামত এর গুরুত্ব অনুধাবন করে কর্ম পন্থা তৈরি করতে হবে। তিনি আরো বলেন আগামীতে স্থানীয় ও জাতীয় নির্বাচন সততা, দক্ষতা ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করে দেশ গঠনের সহায়ক ভূমিকা পালন করতে হবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট