মোঃ নাজিম মিয়া স্টাফ রিপোর্টার
মৌলভীবাজার, ১৮ এপ্রিল: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ইট বহনকারী একটি ট্রাক্টর উল্টে গিয়ে শান্ত মহালী (১৯) নামের এক চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক্টর চালক মামুন আহমেদ এবং যাত্রী অসীম রোজারিও।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান টিলা এলাকার পাহাড়ের পাদদেশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত মহালী পাত্রখোলা বাজার লাইন এলাকার চা শ্রমিক মংলু মহালীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খ্রিস্টান টিলার জন রোজারিওর বাড়ির নির্মাণকাজের জন্য ইসলামপুর ইউনিয়নের গংগানগর এলাকার জসিম ব্রিকস ফিল্ড থেকে ইট আনা হচ্ছিল। ব্রিকস ফিল্ডের ম্যানেজার বিকেলে দুটি ট্রাক্টরযোগে ইট পাঠান। এক ট্রাক্টরে ছিলেন জন রোজারিওর ছেলে অসীম রোজারিও এবং চা শ্রমিক শান্ত মহালী।
খ্রিস্টান টিলার উঁচু পাহাড় বেয়ে ট্রাক্টরটি নামার সময় ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে ইঞ্জিন থেকে ট্রাক্টরের বডি ছিটকে গিয়ে উল্টে যায়। এতে শান্ত মহালী ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পেছনের ট্রাক্টরের লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করলেও তার আগেই শান্ত মহালী প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইটের আঘাতে তার মাথার পেছনে গুরুতর জখম হয়, যা ঘটনাস্থলেই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।