মোঃ নাজিম মিয়া স্টাফ রিপোর্টার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বজ্রপাতে বাবা ও ছেলে মারাত্মকভাবে আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের হাইল হাওরে।
আহতরা হলেন কালাপুর ইউনিয়নের নয়ানশ্রী (নরপুর) গ্রামের কৃষক শফিক মিয়া (৫০) ও তাঁর ছেলে সাইদুল ইসলাম (২২)।
স্থানীয়রা জানান, সকালে শফিক মিয়া তাঁর ছেলে সাইদুলকে নিয়ে হাওরে কৃষিকাজে যান। দুপুরের দিকে আকস্মিক বজ্রপাত হলে দু’জনই গুরুতর আহত হন। সঙ্গে থাকা অন্যান্য কৃষকরা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে শফিক মিয়াকে ভর্তি করা হয় এবং সাইদুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
সাইদুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বজনরা। তারা জানান, বজ্রপাত সরাসরি শরীরে না পড়লেও সাইদুলের গলায় থাকা রুপার চেইনে বিদ্যুৎ প্রবাহিত হয়ে তার গলা পুড়ে যায়। চেইনটি গলিয়ে তার চামড়ায় গভীরভাবে পোড়ার সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাইদুলের জ্ঞান ফেরেনি।