নিজস্ব প্রতিবেদক :
চাঁদাবাজী, টেন্ডারবাজী,ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উত্তরা পশ্চিম থানার সাবেক যুগ্ম আহবায়ক আজমল হুদা মিঠু এখনো বেপরোয়াভাবে চলাপেরা করছে।নিজেকে দলীয় পরিচয় দিয়ে বিভিন্ন প্রোগ্রাম এ অংশগ্রহণ করতে দেখা গেছে।তার এমন কার্যক্রম দেখে নেতাকর্মীরা বিব্রতবোধ করছেন।গত ২৮/০৯/২০২৪ ইং তারিখে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক ও সদস্য সচিব মো:মোস্তফা জামান এর স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়।বহিষ্কার হওয়ার পর ও তার গতিবিধি আরো বেপরোয়া হয়ে যায়।গত ১০ ই মার্চ উত্তরা আজমপুরের রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ক্যাপ্টেন সাফি সালাউদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া মিঠুর বিরুদ্ধে ডিএমপির তুরাগ, উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব এবং এয়ারপোর্ট থানায় একাধিক মামলা রয়েছে। তিনি ওই সকল মামলার এজাহারভুক্ত আসামি। মিঠুর বিরুদ্ধে চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে।
এদিকে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, মার্কেটে মসজিদ ভেঙে বহু দোকানপাট তৈরি করেছে মিঠু। এ ছাড়া মার্কেটে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ও করেছেন তিনি। যদিও ভয়ে কেউ কোনো মামলা করার সাহস পাননি
এদিকে দল থেকে বহিষ্কার হওয়ার পর তার গতিবিধি বেপরোয়া হয়ে পড়েছে।তিনি বিগত দিনে উত্তরা রয়েল ক্লাবে বসে ততকালীন আওয়ামী লীগের এমপি হাবিব হাসানের ভাই সোহেল এর সাথে মদের টেবিলে বসে গোপন মিটিং করতে দেখা গেছে।