আরিফুর রহমান তীব্র, উপজেলা প্রতিনিধি
লক্ষিপুর জেলায় বিশেষ কোন কারনে ক্ষমতাশীনদের দ্বারা অবহেলিত॥বৃহত্তর নোয়াখালী জেলার আওতাধীন হলেও।বাকী দুই জেলা ফেনী,নোয়াখালী থেকে
অনেক পিছনে এই লক্ষ্মীপুর জেলা।এই জেলায় একটি স্বায়েতশাসিত বিশ্ববিদ্যালয় নাই,বড় ধরনের সরকারী-বেসরকারী হাসপাতাল নাই ।ট্রেন লাইন নাই।বড় কোন দৃশ্যমান
অবকাঠামো নাই।অথচ এই জেলা হয়ে ভোলা -বরিশাল,চাঁদপুর যায় সেইসব জেলার জনগন।লক্ষ্মীপুর জেলার অন্যপাশে কুমিল্লা,ফেনী ও নোয়াখালী এবং চট্রগ্রাম।তারপর কক্সবাজার।
ভৌগলিকভাবে এই জেলা এই সব জেলার মধ্যমনি।তাই এই জেলার জনগনের দাবি,সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার আওতাধীন এলাকায় চীনের অর্থয়ানে একটি হাসপাতাল করা
লক্ষিপুর জেলার জনগণের প্রানের দাবি।চন্দ্রগঞ্জ ভৌগলিকভাবে মধ্যস্থানে।যেমনটি করা হলো চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি।তেমনি এই বিস্তৃত এলাকার মধ্যস্থান
চন্দ্রগঞ্জে চীনা হাসপাতাল করার দাবি জানিয়েছেন অবহেলিত সাধারণ জনগণ।