1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিরামপুরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হাইওয়ে মহাসড়কের বেহাল অবস্থা কে নিবে দায়ভার সিটি কর্পোরেশন নাকি প্রশাসন আনোয়ারায় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরি দুর্গাপুরে সরকারী জমি যর দখলের অভিযোগ নিরাপত্তাহীন সৈকতে আর প্রাণহানি নয়: পর্যটনের নামে গাফেলতির মূল্য কে দেবে:- প্রতিবাদে সোচ্চার স্বেচ্ছাসেবীরা ৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত রেলের জিএম’র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ টাঙ্গাইলে মেডিক্যাল হোস্টেলে মিললো ছাত্রীর ঝু”ল”ন্ত ম”র”দে”হ সাতক্ষীরা দেবহাটায় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা

বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত সফল হতেই হবে: প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান 
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান 

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “এই নৃশংস ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে সত্য উদঘাটন করতেই হবে।”

বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি কমিশনের প্রতি সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টা বলেন, “নিজেদের অফিসারদের এমন নির্মমভাবে হত্যা করেছিল তারা। মসৃণভাবে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। পুরো জাতি এখন কমিশনের দিকেই তাকিয়ে আছে। আমরা সবাই উত্তর খুঁজছি, এই ঘটনার জবাব পেতেই হবে।”

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে এবং আগামী জুনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের লক্ষ্য রয়েছে।

কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান বলেন, “আমরা বিভিন্ন স্তরের ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছি। যেহেতু ঘটনা প্রায় ১৬ বছর আগের, তাই তথ্য সংগ্রহে কিছুটা সময় লাগছে। অভিযুক্ত অনেকেই বিদেশে অবস্থান করছেন, তাদের সম্পর্কে তথ্য সংগ্রহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।”

তিনি আরও জানান, “এ পর্যন্ত কারাগারে থাকা কয়েকজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বিদেশে অবস্থানকারী ২৩ জনের মধ্যে ৮ জন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন সাক্ষাৎকার দেওয়ার জন্য।”

ঘটনাটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে কমিশনের প্রধান বলেন, “ডিজিকে হত্যা করার পর অন্যান্য কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল। এটি স্পষ্টতই একটি পরিকল্পনার অংশ। এমন নৃশংস ঘটনা পরিকল্পনা ছাড়া ঘটতে পারে না।”

তিনি বলেন, “এটি যেন পলাশীর আরেক পুনরাবৃত্তি। এ ঘটনার শিকড় আমাদের খুঁজে বের করতেই হবে।”

কমিশনের আরেক সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, “এমন ভয়াবহ হত্যাকাণ্ড ঘটার পরও প্রশাসনিক বা গোয়েন্দা মহলে কাউকে সরানো হয়নি কিংবা দায়ী করা হয়নি। এটি গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী এবং রাজনৈতিক ব্যর্থতার মিলিত প্রতিফলন।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ড. এম আকবর আলী, মো. শরীফুল ইসলাম, শাহনেওয়াজ খান চন্দন এবং এ টি কে এম ইকবাল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট