1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান 
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯টায় ইংরেজি প্রথম পত্র পরীক্ষার পূর্বে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়। পরীক্ষার্থীদের কলম, পেন্সিল, স্কেল ও ইরেজারসহ প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষে এই মানবিক কার্যক্রমের সার্বিক সহযোগিতা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট আল-ফাতাহ খান।

পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল কবির সেলিমের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থেকে মোট ৩৯৭ জন পরীক্ষার্থীর হাতে এসব সামগ্রী তুলে দেন।

ছাত্রদলের নেতারা জানান, শিক্ষার্থীদের দুশ্চিন্তামুক্ত ও মনোবল দৃঢ় রাখতে তারা সবসময় মানবিক সহায়তা দিতে প্রস্তুত। বর্তমান সময়ের চ্যালেঞ্জ সত্ত্বেও ভবিষ্যৎ প্রজন্মের পাশে থাকার অঙ্গীকার থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এই আয়োজন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এক অভিভাবক বলেন, “পরীক্ষার দিন সকালে এমন সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। এটা আমাদের সন্তানদের উৎসাহিত করেছে।”

শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ছাত্রদল তাদের সামাজিক দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট