স্টাফ রিপোর্টের মোঃ লোকমান হাকিম
সৈয়দপুরের শহরের আশপাশেই হোক চীনের উপহার ১০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল আপনাদের মতে কোথায় এই হাসপাতাল হলে ভালো হয়।
আমাদের মতে ঢেলাপীর পশ্চিমে ইকোনমিক জোনের বিপুল জমি পড়ে রয়েছে সেখানেই হাসপাতালটি নির্মাণ হলে নীলফামারীসহ সকল জেলার মানুষের যোগাযোগের সুব্যবস্থা রয়েছে পাশে রেললাইন একটি স্টেশন করা যায় তার ১০০০ গজের মধ্যে হাইওয়ে সড়কটি উত্তরে সব জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ সৈয়দপুর সকল শ্রেণীর জন মানুষের কথা তাদের আহ্বান এই হাসপাতালটি সৈয়দপুরের বুকে হলে হাজার হাজার মানুষের উপকার হতো।