মো: শাহ জাহান আমির বিশেষ প্রতিনিধি
১৫/০৪ অদ্য তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে কুলিকুন্ডা গ্রাম প্রায় শত বছর ধরেই সেখানে চলছে সুটকীর সেই মেলাটি, দেশের প্রায় সকল জেলা থেকে মেলাতে ক্রেতা,বিক্রেতা ও দর্শনার্থীরা আসেন সেই সুটকী মেলাতে সুটকী কেনা- বেচার জন্য, মেলাতে সুটকী ছাড়াও রয়েছে সব ধরনের খেলনা, মেয়েদের প্রসাধনী, বাচ্ছাদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলাসহ আরো অনেক বিনোদন ব্যাবস্থা,চিরাচরিত নিয়মনুযায়ী সকালে বসে পণ্যের বিনিময়ে সুটকী, যেমন আলো,আম,মরিচ ধনিয়া,হলুদ, সিমের বিচি ইত্যাদির মাধ্যমে সুটকী দেওয়া হয় তারপর থেকেই চলে রমরমা সুটকী কেনা- বেচা দেশের সুটকী প্রেমীরা ছুটে আসে সুটকী কিনতে সবধরনের সুটকী মেলাতে পাওয়া যায়, মেলাঘুরে জানতে মেলা নিয়ন্ত্রিত কুলিকুন্ডা ওলামা জনতার সভাপতি জনাব মাওলানা আতাউর রহমানের সাথে তিনি বলেন মেলাতে জোয়া, মদ ও বিশৃংখলা রোধে মেলার তিনদিকে তিনটি কন্ট্রোল রোমের ব্যাবস্থা করা হয়েছে সর্বোপরি মেলাকে ঘিরে আইন শৃংখলা বাহিনীর রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা, মেলাটি মুলত পহেলা বৈশাখের পরের দিন বসে ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে গ্রামের মানুষের মাঝে থাকে আনন্দের জোয়ার।