হোসেন আলী জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের সদর থানার এক নম্বর মাছপাড়া ইউনিয়নে আড়ংগাছা গ্রামের মাঠের মধ্যে বল্টন বিশ্বাস ৪৫ এবং লিটন বিশ্বাস ৩৮। পিতা মৃত তিলাপ বিশ্বাস এদের মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট দিয়ে ১২/০৪/২০২৫ ভোর চারটায় পূর্ব শত্রুতার জের ধরে এক লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যায়, আসামীরা হলেন ১নং সবুর খান ৫০ পিতা মোন্তাজ খান, ২নং শামীম খান পিতা মোন্তাজ খান, ৩নং ওবায়দুর খান ৩৬, পিতা মোন্তাজ খান, ৪নং রিপন খান পিতা সুলতান খান, ৫নং পরাগ খান পিতা সুলতান খান, কামরুজ্জামান (বাবলু) খান পিতা ওতারউদ্দিন। এরাও যোগ সাজে বাদী পক্ষকে আর্থিকভাবে ক্ষতি করার জন্য রাতের আঁধারে তাদের ঘেরের মাছ ধরে নিয়ে যায়। বাদী বল্টন বিশ্বাস ও লিটন বিশ্বাস তারা দুই ভাই জানায় আসামিরা বিভিন্ন সময় তাদের ক্ষতি করার চেষ্টা করে এবং সর্বশেষ তাদের মাছ ধরে নিয়ে যায়। এমত অবস্থায় আমরা কিছু বলতে গেলে আমাদের প্রান নাশের হুমকি দেয় এবং বলে বাড়ি থেকে বেরোলে তোদের দেখে নেব। বাদীপক্ষ আরো বলে আমরা দুই ভাই জীবননাশের ভয়ে আছি।