1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ১৯ মে ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
কুড়িগ্রামে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছদরুল আলম বাবু মাষ্টার গ্রেফতার বেনাপোল টাস্কফোর্সের অভিযান চালিয়ে মোবাইল ও কসমেটিক্স আটক করেছে বিজিবি বাস্তা সবুজ সংঘ মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারের ঘোষণা ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন সেনবাগ সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির উদ্ধোধনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন নোয়াখালীতে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বর্তমান যুগের সবচেয়ে প্রয়োজনীয় কয়েকটি “এআই” টুলস লক্ষ্মীপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫: বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

টেকনাফে যুবক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

রিপোর্টার:আবির হোসেন সান (কক্সবাজার) 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

রিপোর্টার:আবির হোসেন সান (কক্সবাজার) 

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার পাহাড় থেকে ছন আনতে গিয়ে আবারও মোহাম্মদ দেলোয়ার (২৫) নামে এক যুবককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী। মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করা হচ্ছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছেন।

গত সোমবার (১৪ এপ্রিল) সকাল ৭টায় এই অপহরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাহারছড়ার ইউনিয়ন পরিষদে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ। দেলোয়ার বাহারছড়ার মারিশবনিয়া এলাকার মৃত আব্দুল করিম মিস্ত্রীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ফরিদ উল্লাহ জানান, সোমবার সকালে একই এলাকার তিনজন বাসিন্দা মোহাম্মদ দেলোয়ার (২৫), আব্দু সালাম (৫০) ও হাসান আহমদসহ (৪৫) মিলে পাহাড়ে ছন আনতে যায়। ওই সময় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী তাদেরকে ধাওয়া করে দেলোয়ার নামে একজনকে ধরে নিয়ে যায়।

অপর দুইজন কোনো রকম পালিয়ে এসেছেন। পরে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকবার অপহৃত দেলোয়ারের স্ত্রী নুর নাহার বেগমের মুঠোফোনে ফোন করে ১০ লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়েছে। মুক্তিপণের টাকা জোগাড় করতে না পারলে স্বামীর লাশ গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

ফেরত আসা দুইজন জানান, সন্ত্রাসীদের হাতে ভারি অস্ত্রশস্ত্র রয়েছে। তারা দেলোয়ারকে অস্ত্রের মুখে জিম্মি করে গহীন পাহাড়ের দিকে নিয়ে গেছে।

অপহৃত দেলোয়ারের স্ত্রী নুর নাহার বেগম বলেন, দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মোবাইলে কয়েকবার ফোন করে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করা হচ্ছে। কিন্তু তাদের দাবি করা এ টাকা দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। অপহরণকারীরা মুক্তিপণ আদায় করার জন্য মারধর ও নানা ধরনের নির্যাতন করে মোবাইল ফোনের মাধ্যমে আমাদেরকে শোনাচ্ছেন।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভ রঞ্জন সাহা বলেন, একজন অপহরণের বিষয়টি শুনেছি। পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ দেওয়া হয়নি। এ ব্যাপারে পুলিশ কাজ শুরু করেছেন।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এনিয়ে গত ১৫ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৪৫ জনকে অপহরণের ঘটনা ঘটেছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট