বিশেষ প্রতিবেদক কক্সবাজার
চোরা চালান কারী ও মানব পাচার কারীদের বিরুদ্ধে নোট নিচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১ টায় কক্সবাজারের রামু থানা আকস্মিক পরিদর্শন করেন তিনি। এ-সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুদ্দীন শাহীন।
চোরাকারবারী ও মানব পাচার কারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, আমরা সব নোট নিচ্ছি , কাউকে ছাড় দেওয়া হবে না। ইতি মধ্যে রামুতে অস্ত্র উদ্ধারের বেশ কিছু অভিযান পরিচালনা হয়েছে।
তিনি আরও বলেন, মানব পাচার একটি জাতীয় সমস্যা। সবাইকে সাথে নিয়ে মানব পাচার প্রতিরোধে এগিয়ে আসতে হবে। এখন আমরা সকলে মিলে চেষ্টা করবো আমাদের বাহিনী দাঁড়াতে পারে এবং জনগণের আস্তা অর্জন করতে পারে। মূলত এটাকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।