মোঃ সুজন আহম্মেদ স্টাফ রিপোর্টার
পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদে বর্ণিল আয়োজনে পরিষদের সামনে থেকে শুরু করেন ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রার সূচনা হয়। এতে অংশ নিয়েছেন হাজারো মানুষ। শোভাযাত্রায় অংশ নেওয়া সমাজের নানা স্তরের মানুষের উল্লাসে মুখরিত করে উপজেলা চত্বর।
এতে অংশ নেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার,সহকারী কমিশনার (ভূমি)মোছাঃ তাসমিয়া আক্তার রোজি,ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সাবেক জামায়েত ইসলামীর আমির মাওলানা আছগার আলী, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মজিবুর রহমান,ওসি (তদন্ত) মোঃ আব্দুল করিম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অবঃ) মাহবুবু-উল-আলম বাবলুসহউপজেলা পরিষদের সকল দপ্তর প্রধান এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অনেকে।