বিশেষ প্রতিবেদন
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, জেলা প্রশাসনের উদ্যোগে শহরের জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
শোভাযাত্রা শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে বক্তারা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন বছরে শান্তি ও সমৃদ্ধির কামনা করেন।