বিশেষ প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নে খুন যেন কোন ভাবে থামছেই না, একের পর এক খুন হয়ে যাচ্ছে, তুচ্ছ ঘটনায় কেউ কাউকে খুন করতে দ্বিধা বোধ করছে না, হয় নিজে আইন হাতে তুলে নিচ্ছে অথবা কখনো রাষ্ট্রযন্ত্র কে ব্যবহার করছে, তারই ধারাবাহিকতায় এবার রাজনীতি নিয়ে কথা কাটাকাটির জের ধরে রশিদ আহমেদ (৫৭) নামের এক ব্যক্তিকে পিটিয়ে খুন করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা অমিত ইকবাল । সে কালারমার ছড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক।
হত্যার বিষয়টি নিশ্চিত করেছে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ, তিনি জানান কালারমার ছড়ায় রশিদ নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এই ঘটনায় পুলিশ একজন কে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় রশিদ কে উদ্ধার করে স্বজনরা বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত রশিদ কালারমার ছড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও ১ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি।
প্রত্যক্ষদর্শী জানায়, উভয়ে পারিবারিক পুকুর পাড়ে রাজনীতি নিয়ে প্রতিদিনের মত এক অপরের সাথে কথা বলছিল এতে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অমিত ইকবাল রশিদকে আঘাত করে, পরে দ্বিতীয় দফায় অমিত ও তার ভাই কামরুল ধারালো লোহার রট দিয়ে রশিদকে পিটিয়ে আঘাত করে।
রশিদ আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয় জনতা অমিতের বাড়ি ঘেরাও করে এবং তার ভাই কামরুল কে আটক করে মহেশখালী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
নিহত রশিদ আহমেদ কালারমার ছড়া ইউনিয়নের উত্তর নলবিলার মৃত লাল মিয়ার পুত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।