1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
স্বচ্ছ ভোটের পরিবেশ ছাড়া যেন তেন নির্বাচন জনগণ চায় না-সারোয়ার ওয়াদুদ চৌধুরী  অভিনব কায়দায় বাগানে মাদকদ্রব্য গাঁজার চাষ আহত এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক এর বাসায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ দেখতে যান গজারিয়ায় সড়ক দুর্ঘ*টনায় নি**হত ১, আহ**ত ১৫ বগুড়ায় স্বামীর পরিবারের নির্যা*তনে শিকার গৃহবধূ আয়েশা ভারী বর্ষণে তলিয়ে গেছে টেকনাফের অর্ধশতাধিক গ্রাম চাঁদা*বাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভি*যোগে গাজীপুর বিএনপির চার নেতা বহিষ্কার: শুদ্ধি অভি+যানে বিএনপি ফেনীর ১৬ মাম*লার পলা*তক আসামী চট্রগ্রামে গ্রেফ*তার। জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ পরিচিতি সভা গাজীপুর মহানগরের বিএনপি’র ৪ নেতাকে বহিষ্কার

মা গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে পাহাড়ি জনগোষ্ঠীর

সুমন্ত তংচংগ্যা,আলীকদম (বান্দরবান) :
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

সুমন্ত তংচংগ্যা,আলীকদম (বান্দরবান) :

বান্দরবান জেলা আলীকদম উপজেলার অন্তর্গত মাতামুহুরী নদীতে জলবুদ্ধ ও মা গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম বড় সামাজিক উৎসব বিষু/বিজু শুরু হয়েছে । ভোরের আলো ফোটার আগে থেকে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নারী-পুরুষ, কিশোর-কিশোরীরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে নদীর তীরে জড়ো হন । কলাপাতায় সাজানো রঙিন ফুল, জ্বলন্ত মোমবাতি ও প্রার্থনার মাধ্যমে তারা অতীতের ভুলভ্রান্তির ক্ষমা চেয়ে ভবিষ্যতের শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

এই উৎসব ভিন্ন ভিন্ন সম্প্রদায় জাতি/গোষ্ঠীর কাছে নানান নামে পরিচিত।তঞ্চঙ্গ্যা সম্প্রদায় বিষু, মার্মা সম্প্রদায় যাকে সাংগ্রাই বলে, চাকমা সম্প্রদায় বিজু,ত্রিপুরা সম্প্রদায় বৈসু,আর সমতলের মানুষের কাছে এটি ‘বৈসাবি’ নামে পরিচিত । নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে নতুন বছরকে বর্ষবরণ ও পুরাতন বছরকে বর্ষবিদায় জানানো হয় !! এই ঐতিহ্য পাহাড়িদের আত্মার আত্মিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে,ঐক্যবদ্ধ হতে শেখায় !

ফুল ভাসাতে আসা “জোনাকি তঞ্চঙ্গ্যা” বলেন, “ভোরে ঘুম থেকে উঠে তারা ফুল সংগ্রহ করে নদীতে ফুল অর্পণ করেছে। তিনি বলেন অতীতে যদি কোনো ভুল করে থাকি, তার জন্য ক্ষমা চেয়েছি আগামী দিনগুলোর শান্তি কামনায় এবং সকলের শান্তি কামনায় প্রার্থনা করেছি ।” এছাড়াও সম্মানীত প্রধান শিক্ষক জনাব,আশিস খীসা বলেন, “চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মানুষজন প্রতিবছরের মতো এবারও ফুল “বিষু/বিজু” উদযাপন করেছেন, এটি আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ ।”যাহা বহমান যুগ ধরে পাহাড়ের সকল জাতি/গোষ্ঠী পালন করে আসছে ! তিনি সকলকে ফুল বিষু মৈত্রীময় শুভেচ্ছা জানান,আর সকলকে ঐক্যবদ্ধ হয়ে জাতির কল্যাণে কাজ করার জন্য আহ্বান জানান !

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—বান্দরবান,রাঙামাটি ও খাগড়াছড়িতে বসবাসরত ১১টি জাতিগোষ্ঠীর জন্য এ উৎসব বছরের সবচেয়ে বড় সামাজিক মিলনমেলা । বিজুকে কেন্দ্র করে পাহাড়ি জনপদে বইছে উৎসবের আমেজ ।

আসন্ন বিষু কে সামনে রেখে আলীকদম উপজেলা উৎসব উদযাপন কমিটি ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত (০৪)চারদিন ব্যাপী নানা আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে বিষু ক্রীড়া প্রতিযোগিতা, বয়োজ্যেষ্ঠ পূজা, বুদ্ধস্নান, পাড়া ভিত্তিক পিঠা উৎসব, ঐতিহ্যবাহী ঘিলা খেলা, নারেঙ খেলা ইত্যাদি !! একটানা ০৩ তিন চলবে ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও বিভিন্ন দান সেবা অনুষ্ঠান !

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট