স্টাফ রিপোর্টার আদিলুর রহমান
সামিয়া জাহান মিথিলা নামের গফরগাঁও মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ পাওয়া গিয়েছে।
মিথিলা বুধবার স্থানীয় সময় আনুমানিক ৯টার দিকে পাগলা থানাধীন ধাইরগাঁও উত্তর পাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তা দিয়ে কলেজে যাওয়ার সময় স্থানীয় যুবক আশরাফুল ও তার সঙ্গে থাকা লোক জন মাইক্রোবাসযোগে মিথিলাকে তুলে নিয়ে যায়।
তার ডাক চিৎকার শুনে আশ-পাশের লোকজন এগিয়ে এলে সকলকে অস্ত্রের ভয় দেখিয়ে
অস্ত্রের মুখে ভয় দেখিয়ে মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।মিথিলা স্থানীয় উস্থি ইউনিয়নের বড়বাড়ি গ্রামের মো:এনামুল হকের মেয়ে।মেয়ের মা রোহেনা খাতুন বাদী হয়ে বুধবারপাগলা থানায় আশরাফুল(৩০),মজনু(৬০),রতন(৫২),রাকিব(২২),লাকিখাতুন(২০),মোঃশেফালী(৫০),আনছারুল(২০)নামে অভিযোগ দাখিল করেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন,অভিযোগ আমলে নিয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।