1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভুয়া সাংবাদিক নুজরুল ইসলাম (জুলুর) বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী ।    স্বচ্ছ ভোটের পরিবেশ ছাড়া যেন তেন নির্বাচন জনগণ চায় না-সারোয়ার ওয়াদুদ চৌধুরী  অভিনব কায়দায় বাগানে মাদকদ্রব্য গাঁজার চাষ আহত এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক এর বাসায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ দেখতে যান গজারিয়ায় সড়ক দুর্ঘ*টনায় নি**হত ১, আহ**ত ১৫ বগুড়ায় স্বামীর পরিবারের নির্যা*তনে শিকার গৃহবধূ আয়েশা ভারী বর্ষণে তলিয়ে গেছে টেকনাফের অর্ধশতাধিক গ্রাম চাঁদা*বাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভি*যোগে গাজীপুর বিএনপির চার নেতা বহিষ্কার: শুদ্ধি অভি+যানে বিএনপি ফেনীর ১৬ মাম*লার পলা*তক আসামী চট্রগ্রামে গ্রেফ*তার। জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ পরিচিতি সভা

লামায় দুর্বৃত্তরা আগুনে পুড়ে দিল অসহায় পরিবারের বসতঘর বসতঘর

মোঃ মেহেরাজ উদ্দিন মিন্টু লামাঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

মোঃ মেহেরাজ উদ্দিন মিন্টু লামাঃ

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী কাটাবিল এলাকায় রাতের আধাঁরে একটি নিরীহ পরিবারের বসত ঘরে আগুনে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা! মোটর সাইকেলযোগে এসে ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ফলে আগুনে মহিলার বসত ঘর ভস্মীভূত হয়ে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন অসহায় ও ক্ষতিগ্রস্ত সুফিয়া বেগম পরিবার।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর রাতে আনুমানিক সোয়া ২ টার দিকে ৫থেকে ৬জনের একদল দুর্বৃত্ত সুফিয়া বেগম (৬০) ঘরটিতে আগুন ধরিয়ে দিয়ে স্থান ত্যাগ করে ঘরে আগুন দেখে সুফিয়া বেগম আত্মচিৎকার স্থানীয় লোকজন জড়ো হয়। এর মধ্যেই বাড়ি সব কিছুই আগুনে পুড়ে ভস্মীভূত হয়।

এদিকে ঘরে লাগিয়ে দেয়া আগুনে বসত ঘরটি অনায়াসে পুড়ে ছাই হয়। আশেপাশের লোকজন এগিয়ে আসার আগেই আগুনে সব ভস্মীভূত হয়! বর্তমানে ছোট ছোট শিশু, মহিলা নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে অসহায় পরিবারটি। এদিকে এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ভোক্তভোগী।

সরেজমিনে ও সংশ্লিষ্ট সূত্র জানা যায়, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কাটা বিল (৩ নং ওয়ার্ড) এলাকার গ্রামের সুফিয়া বেগম স্বামী আব্দুল সাত্তার গং সঙ্গে বসতবাড়ির জমির মালিকানা নিয়ে স্থানীয় কয়েকজনের সাথে বিরোধ চলে আসছে। মামলাও চলমান রয়েছে।
সেখানে সুফিয়া বেগম এর স্বামী আব্দুল সাত্তার নামে ২৮৬ নং ফাঁসিয়াখালী মৌজার (ভাসমান) আর/২৩ হোল্ডিং এ ৫.০০ (পাঁচ) একর ২য় ও ৩য় শ্রেনীর জায়গা তৌজিভূক্ত আছে। ১৯৮২-৮৩ ইং সনের ৫৫৭৬ নং বন্দোবস্তী মূলে সরকার বাহাদুর হইতে প্রাপ্ত হইয়া বিগত ০১.০৭.১৯৮৩ ইং হইতে খাজনা পরিশোধ করিয়া তথায় তফশীলভূক্ত জায়গা ঘরবাড়ি, বাগবাগিচা সৃজন করিয়া সুদীর্ঘ বছর ধরে শান্তিপূর্ণভাবে নিরবিচ্ছিন্ন বজায় রাখিয়া স্থায়ীভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিল।
সেক্ষেত্রে তাদের জায়গা ও বাগবাগিচার উপর দূলোভে বশিভূত হইয়া কিছু প্রভাবশালী লোক প্রায় সময় জায়গা দখল করার পায়তারাসহ ভীতিগ্রস্ত করে আসছে প্রতিপক্ষদের। সেই থেকে পরিবার পরিজন নিয়ে জায়গা ঘরবাড়ি সৃজিত বাগান বাগিচা ছেড়ে যাওয়ার জন্য ভীতিগ্রস্ত ও হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছে।

স্থানীয় বাসিন্দা নুর হোসেন, ছিদ্দিক আহমদ জানান, আগুন দেখে আমরা এগিয়ে আছি এবং বসতঘরটি পুড়ে ছাই হয়ে ছোট বাচ্চাদের নিয়ে অসহায় পরিবারটি এখন খোলা আকাশের নিচে রয়েছে।

এ বিষয়ে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তোফাজ্জল হোসেন জানান, আমরা এখনো পুড়ার বিষয়ে জানি না জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) রুপায়ন দেব বলেন, আমরা খবর নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট