মাহফুজুর রহমান সাইমন
বাংলাদেশের সকল জেলা উপজেলার মত জালালপুরের ইসলামপুর উপজেলার ১১ নং চরপুটিমারি ইউনিয়নের বেনুয়ার চর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলে গনহত্যার প্রতিবাদে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।
আজ ১১:০৪:২৫ ইং শুক্রবার নামাজের পর সময় চরপুটিমারী বেনুয়ার চরের ধর্মপ্রাণ তৌহিদী জনতা আয়োজনে।
ফিলিস্তিনে গণহত্যা অবৈধএর আয়োজনকে সফল করতে বেনুয়ার চর জনতার একত্রে ধ্বনিতে ভারি হয়ে ওঠে
“লিল্লাহে তাকবীর” “আল্লাহু আকবার”
“গাজায় হামলা কেন? “জাতিসংঘ জবাব দে ”
“ইসরাইলি পণ্য ” “বয়কট বয়কট”
বেনুয়ার চর বাজার প্রদক্ষিণ করে মিছিল নিয়ে গ্রামের বিভিন্ন জায়গায় নিয়ে চরপুটিমারী ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ মূলক বক্তব্য অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখিয়েন তৌহিদী জনতা ও উলামায়ে কেরামগণ
বেনুয়ার চর তৌহিদ জনতা ও বিভিন্ন দলের নেতা ও ইসলামি জোট নেতারা রাজপথে থাকার হুঁশিয়ারি জবাব দেয়।এবং ইজাইলি পণ্য বয়কট সহ বিক্রয় নিষেধাজ্ঞা জারি করে।