1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছদরুল আলম বাবু মাষ্টার গ্রেফতার বেনাপোল টাস্কফোর্সের অভিযান চালিয়ে মোবাইল ও কসমেটিক্স আটক করেছে বিজিবি বাস্তা সবুজ সংঘ মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারের ঘোষণা ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন সেনবাগ সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির উদ্ধোধনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন নোয়াখালীতে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বর্তমান যুগের সবচেয়ে প্রয়োজনীয় কয়েকটি “এআই” টুলস লক্ষ্মীপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫: বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আলীপুর জামায়াতে ইসলামী কমিটি ঘোষণা

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান 

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আজ (৮ এপ্রিল) অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সকালে গফরগাঁও সরকারি কলেজের মূল ফটকের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল কলেজ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, “ফিলিস্তিনে নারী-শিশুসহ নিরীহ মানুষের ওপর যে গণহত্যা চালানো হচ্ছে, তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ। আমরা ছাত্রসমাজ হিসেবে এর প্রতিবাদে সোচ্চার।”

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিহাব হাসান, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ফাহিম এবং মাহিদুল ইসলাম মাহিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদল নেতা মিনহাজ, তোফায়েল, হামিম হাসান নীরব, নাঈম, আলিফ, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য নেওয়াজ শরীফ, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, ছাত্রদল নেতা মারুফ, শান্ত এবং তাওহিদ।
উক্ত কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন গফরগাঁও সরকারি কলেজের অনেক সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

ছাত্রদলের নেতারা আরও বলেন, “ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের ওপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আজ গাজায় শিশুর কান্না থেমে গেছে, হাসপাতাল বিধ্বস্ত, শিক্ষাপ্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এমন সময় বিশ্ব সভ্যতা চুপ করে থাকতে পারে না। ফিলিস্তিন এখন শুধুই একটি রাষ্ট্রের নাম নয়, এটি প্রতিরোধের প্রতীক।”

তারা বলেন, “আমরা বাংলাদেশ ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—ফিলিস্তিনের পাশে আমরা আছি, থাকবো। দখলদার ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। মুসলিম উম্মাহ ও বিশ্বজনগণের প্রতি আহ্বান, আসুন আমরা একসাথে ফিলিস্তিনের জন্য সোচ্চার হই।”

ছাত্রদলের পক্ষ থেকে ফিলিস্তিনে অবিলম্বে যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক সহায়তা প্রদানেরও জোর দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট