কাজী আব্দুস সোবহান আকন্দ প্রতিনিধি।
হালুয়াঘাট উপজেলাধীন ১০নং ধুরাইল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত, বনপাড়া মরহুম আব্দুল কাদের বিএসসির বাড়ী হতে, প্রেসিডেন্ট বাড়ি এবং নুরে মাসজিদ ভায়া চরপাড়া হয়ে, ডোবার পাড় অংশ নদীর ব্রীজ পর্যন্ত প্রায় ৫কিলো মিটার কাঁচা রাস্তা বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কৃষি নির্ভর এলাকার মানুষ তাদের আবাদী ফসল বাজার জাত করে সহ চলাচলের জন্য রাস্তাটি ব্যবহার করে থাকে। তা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান গামী কোমলমতি শিক্ষার্থীদের বিকল্প রাস্তা না থাকায় দুর্বিসহ কষ্ট ভোগ করে। তদুপরি রাস্তাটি দ্রুত সংস্কার না হলে স্থানীয় কৃষকদের বাদী ফসল ঘরে তোলা ঝুঁকি পূর্ণ হতে পারে।এই ক্ষতি গ্রস্থ রাস্তাটি সংস্কার করা হলে কৃষকদের বাদী ফসল ঘরে তোলা সহজ হবে।এই রাস্তাটির অধিকাংশ নদীর বাঁধ হওয়ায়, বৃষ্টির পানিতে ফসল ডোবে যাওয়ার আশংকা রয়েছে। রাস্তাটিতে বনপাড়া আদর্শ স্কুল এন্ড কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, ঈদগাহ মাঠ এবং কয়েকটি মাসজিদ রয়েছে। রাস্তাটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন। এমতাবস্থায় উক্ত রাস্তাটি দ্রুত সংস্কার কল্পে যথাযথ কর্তৃপক্ষের আশু পদক্ষেপ এলাকাবাসীর প্রাণের দাবি।