স্টাফ রিপোর্টার আদিলুর রহমান
ঘাটাইলের দিঘলকান্দী ইউনিয়নের অসহায় কামরুলকে ঢাকার পান্থপথের নামকরা হসপিটাল #শমরিতা থেকে অপারেশন ও উন্নত চিকিৎসা শেষে পরবর্তী চিকিৎসা চলমান রাখতে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালেন মিতালী গ্রুপের চেয়ারম্যান সৈয়দ তুহিন আব্দুল্লাহ।
উল্লেখ যে, শমরিতা হসপিটালের কামরুলের চিকিৎসা খরচ হয় ৩ লাখ ২ হাজার টাকা, যা ৫ এপ্রিল পরিশোধ করেন সৈয়দ তুহিন আব্দুল্লাহ।
সৈয়দ তুহিন আব্দুল্লাহ এখানেই কামরুলের চিকিৎসার দায়িত্ব শেষ করেননি। আজ ৫ এপ্রিল বিকালে কামরুলকে তার লোক দ্বারা ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। কামরুল পুরোপুরি সুস্থ হওয়ার আগ পর্যন্ত চিকিৎসার সকল খরচ তিনি বহন করবেন বলে জানিয়েছেন।
ডাক্তারের ভাষ্য অনুযায়ী কামরুলের পায়ের মাংস পচন ধরে হাড় পর্যন্ত পৌঁছে গিয়েছিলো তাই কামরুলের পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ মেয়াদী চিকিৎসার প্রয়োজন।
অনেকের ধন থাকলেও মন থাকে না। আবার মন থাকলেও অনেকের ধন থাকে না। কিন্তু আল্লাহপাক সৈয়দ তুহিন আব্দুল্লাহ’কে ধন ও মন উভয়ই দিয়েছেন। ঘাটাইলের এমন অনেক অসহায় মানুষকে চিকিৎসা খরচ, গৃহহীনদের নতুন ঘর, কর্মহীনকে কর্ম ও কর্মঅক্ষমদের মাসিক ভাতার ব্যবস্থা করে দিয়ে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেছেন অনেক আগেই।
সৈয়দ তুহিন আব্দুল্লাহ তার মৃত বাবা-মার আত্মার শান্তির জন্য মৃত্যু পর্যন্ত গরীব-দুঃখীদের পাশে দাঁড়াবেন বলেই তার বাবার নামে গড়ে তুলেছেন “#জাকারিয়া_মানব_কল্যাণ_ট্রাস্ট নামে একটি ফাউন্ডেশন। যেখান থেকে অসংখ্য কামরুলদের সহযোগিতা করে যাচ্ছেন।