ষ্টাফ রিপোর্টার মোঃ সোহেল
ন্যাশনাল ডক্টরস্ ফোরাম ( এন.ডি.এফ ) এর আয়োজনে গতকাল ২৭ রমজান আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উনাইল মাদ্রাসার মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন উনাইলের কৃতি সন্তান গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ কায়কোবাদ হোসেন রাসেল। এতে প্রধান অতিথি হিসাহে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আফজাল হোসেন ( সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা) প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হাসান মাহবুব মাস্টার ( রাজনৈতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হারুন-অর-রসিদ ( সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন) এবং বসির আহমেদ ( আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানা) প্রধান অতিথি বলেন জামায়াত ইসলামি সরকার ঘঠন করতে পারলে দেশ মদিনার সনদে চলবে আমরা জাকাত ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে উন্নত অর্থনিতী গঠন করা হবে। প্রধান আলোচক বলেন কুরআনের আইন যে মেনে চলবে তার ভিতর তাকওয়া থাকবে ( তাকওয়া মানে আল্লাহ ভয়) যার ভিতরে তাকওয়া থাকবে তার দ্বারা অন্যায় কাজ করা সম্ভব হবে না। আমরা সব সময় আল্লাহকে হাজির নাজির জানবো এই ভয় যে চেয়ারম্যানের ভিতর থাকবে তার দ্বারা গম চুরি বা অন্যান্য রাষ্ট্রীয় সম্পদ চুরি হবে না। যার ফলে প্রকৃত গরীব মানুষ পাবে। এই ভয় যে ডাক্তারের থাকবে সে হবে মানবিক ডাঃ তার দ্বারা ১টা জায়গায় ১০ টেস্ট লেখা হবে না আর এভাবেই সমাজে ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ।