সৈয়দপুর প্রতিনিধি ইবনে আলী সরকার
নীলফামারীর সৈয়দপুরে এক টাকায় ঈদের নতুন জামা পেয়েছে শতাধিক সুবিধাবঞ্চিত শিশু। অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আনন্দ দিতে এমন উদ্যোগ নিয়েছে 'আমাদের প্রিয় সৈয়দপুর' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল বৃহস্পতিবার সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় অস্থায়ী দোকান বসিয়ে এক টাকার বিনিময়ে নতুন জামা বিক্রি করা হয়। এক টাকার বিনময়ে নতুন ফ্রক, পাঞ্জাবি, শার্ট ও প্যান্ট কিনতে পেরে ভীষণ খুশি শিশুরা। সংগঠনটির প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, 'মূলত সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের জন্য আমাদের এই আয়োজন।'