মো: শাহ জাহান আমির ।
২৮/০৩ রোজ শুক্রবার দাতমন্ডল গাউছিয়া মিরানীয়া নুরীয়া দরবার শরীফের আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে মাস ব্যাপি পবিত্র ক্বোরান তেলাওয়াত সহী শুদ্ধ করে শিখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে স্কুল কলেজ ও মাদ্রার শিক্ষার্থীরা ভর্তি হন, রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে ২৬ রমজান পর্যন্ত চলে এ কার্যক্রম আজ সেই কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি কাজি আলা উদ্দিন আহমদ আল ক্বাদরী তিনি বলেন রমজান মাস ক্বোরান নাজীলের মাস আমরা ক্বোরান তেলাওয়াত করতে পারি তবে সহী শুদ্ধ করে ক্বোরান তেলাওয়াত করতে পারে এমন লোকের সংখ্যা খুবি কম ক্বোরান সহী শুদ্ধ করে তেলাওয়াত না করলে অর্থের পরিবর্তন হয়ে যায় তাই মানুষ যাতে সহী শুদ্ধ করে ক্বোরান তেলাওয়াত করতে পারে গাউছিয়া মিরানীয়া নুরীয়া দরবার শরীফ প্রতি বছর ১৯৮০ সাল থেকে ধারাবাহিকভাবে চলছে সহী শুদ্ধ ক্বোরান তেলাওয়াত শিক্ষার আসর আজ পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে চলছে এ বছর প্রায় ৫০০ শত শিক্ষার্থী সহী শুদ্ধ করে ক্বোরান তেলাওয়াত শিক্ষা করছে, আরো বক্তব্য রাখেন মাওলানা ক্বাজি আতাউর রহমান, মাওলানা রহিম নাওয়াজ ভুইয়া, মাওলানা ছায়েদুর রহমান, অত্র দারুল কিরাতের প্রধান ক্বারী মাওলানা ওয়াসিম প্রমুখ মাসব্যাপি ক্বোরান শিক্ষার সনদ ও বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, তাবারুক বিতরণের মধ্য দিয়ে শেষ হল এ বছরের দারুল ক্বিরাতের কার্যক্রম।