1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ১৯ মে ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
কুড়িগ্রামে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছদরুল আলম বাবু মাষ্টার গ্রেফতার বেনাপোল টাস্কফোর্সের অভিযান চালিয়ে মোবাইল ও কসমেটিক্স আটক করেছে বিজিবি বাস্তা সবুজ সংঘ মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারের ঘোষণা ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন সেনবাগ সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির উদ্ধোধনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন নোয়াখালীতে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বর্তমান যুগের সবচেয়ে প্রয়োজনীয় কয়েকটি “এআই” টুলস লক্ষ্মীপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫: বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নির্বাচনের মাধ্যমে জনগণের মাঝে স্বস্তি ফিরে আসবে: এ্যানী

মিজানুর রহমান মল্লিক স্টাফ রিপোর্টারঃ 
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মল্লিক স্টাফ রিপোর্টারঃ 

দেশের মানুষ স্বস্তিতে নেই, নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে স্বস্তি ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। আজ শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের বশির ভিলায় জেলা মহিলা দলের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় বিএনপির নেতা বলেন, ‘গত ১৭ বছরে হাসিনার নির্যাতনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এখনও অসুস্থ রয়েছে। তিনি এখনও পুরোপুরি সুস্থ হননি। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোবল শক্ত রয়েছে। তিনি বিএনপিসহ দলীয় নেতা-কর্মীদের মনোবল ও সাহস দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার বিচারের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে। এই মুহূর্তে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার প্রক্রিয়ার পাশাপাশি সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচনী প্রক্রিয়া না করে, তাহলে এই দেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না। এদিকে শেখ হাসিনার বিচার না হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে করে এ্যানী বলেন, ‘বিএনপির প্রত্যাশা একটাই, দেশে স্বাভাবিক নির্বাচন হবে। আর নির্বাচন হলে জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসবে। কিন্তু এখন পর্যন্ত দেশে জনগণের মাঝে কোনো স্বস্তি নেই। এখন স্বস্তি খুবই প্রয়োজন। বিএনপির আসল স্বার্থ হলো সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা। সেটা যদি করতে হয় তাহলে গণতন্ত্রের শক্ত ভিত প্রয়োজন। কিন্তু এখন দেশে গণতন্ত্রের ভিত নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং বিএনপি ক্ষমতায় আসুক এটা ষড়যন্ত্রকারীরা চায় না। তাই সবাইকে সজাগ থাকতে হবে।’

এ্যানী আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে। এই আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। সে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ দেশে গুম, খুন ও গণহত্যা চালিয়েছে, তাই হাসিনার বিচার হওয়া খুব জরুরি। হাসিনার যদি বিচার না হয় এবং হাসিনার পরিবার ও দোসরদের যদি বিচার নিশ্চিত না হয়, যদি তারা আবার ফিরে আসে, তাহলে দেশের মানুষের অস্তিত্ব থাকবে না। তাই আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে দৃঢ় ঐক্যবদ্ধ থাকতে হবে।

জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি আবুল খায়ের ভূইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক সুমি বেগম ও সাংগঠনিক সম্পাদক নয়ন মেম্বারসহ প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট