1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুকনো মৌসুমেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে বড়াল নদীর ক্ষতি না করে সংরক্ষণে জোর দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর জলঢাকায় আগমন উপলক্ষে জাতীয়তাবাদী তরুণ দলের আত্মপ্রকাশ  উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন কমিটি গঠন  যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে আ,হ,ত ৩ শিশুর একজনের মৃ,ত্যু বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নি,হ,ত  ভুরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স ভিত্তি প্রস্তুর স্থাপন পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি,হ,ত-১ মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

ছুটির দিনে ব্যাংকে উপচে পড়া ভিড় গ্রাহকদের। 

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

শিক্ষা মন্ত্রনালয়ের অনুরোধে আজ ২৮ মার্চ সোনালী, জনতা, অগ্রনী ও রুপালী ব্যাংক খোলা রাখা হয়েছে। এ চারটি ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় আজ গ্রাহকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে গ্রাহকদের। হিমশিম খেতে হচ্ছে উক্ত শাখার কর্মকর্তাদেরও। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক – কর্মচারীদের বেতন তোলার সুবিধার জন্য শুক্রবার সকাল ১০ টা থেকে ১২ পর্যন্ত সব শাখা খোলা থাকবে। অফিস চলবে ৩ টা পর্যন্ত। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়। এরই প্রেক্ষিতে আজ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা গুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়। এদিকে শহরের ভিতরে মাত্র বয়রা শাখা খুলনা থেকে টাকা উত্তোলন করতে পারায় এই শাখায় গ্রাহকদের ভিড় দেখা যায়। ছুটির দিনে গ্রাহকদের ভিড় ও কাজে হিমশিম খেতে হচ্ছে উক্ত শাখার কর্মকর্তাদের। খালিশপুর থেকে আসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ কাউসার জানান, নানান জটিলতার জন্য আমাদের একাউন্টে টাকা ঢুকেছে কাল বিকালে। রোজার শেষ সময় আর তখন ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিলো তাই যখন শুনলাম আজকে ব্যাংক খোলা থাকবে তখন একটু সস্তির নিশ্বাস ফেলেছিলাম। কিন্তু সকাল সকাল টাকা তুলে বাড়ি ফিরবো বলে এসেছিলাম। এসে দেখি এখানে অনেক ভিড় লাইনে দাঁড়িয়ে আছি।প্রসঙ্গত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ব্যাংক হিসাবে ইএফটিএন পদ্ধতিতে বেতন ভাতা করতে গিয়ে বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে। বিভিন্ন ডিজিট ভুলের কারনে গত ডিসেম্বর থেকে অনেকের বেতন ভাতা আটকে ছিল। জটিলতা নিরসন করে আজ বৃহস্পতিবার অনেকেই বেতন পেয়েছেন। ঈদের আগে গতকাল ছিল শেষ লেনদেন। এদিন শেষ মুহুর্তে অনেকের একাউন্টে বেতন যাওয়ায় অনেকেই টাকা তুলতে পারেননি। এদিকে শুক্রবার থেকে টানা ৯ দিন ছুটি থাকবে। যে কারনে শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রনালয়ের অনুরোধে ২৮ মার্চ শুক্রবার ছুটির দিন সোনালী, জনতা,অগ্রনী ও রুপালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখতে হবে। এদিন সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত লেনদেন হবে। আর খোলা থাকবে ৩ টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত জুমাতুল বিদার বিরতি থাকবে। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের বিধি অনুযায়ী ভাতা দিতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট