ফরহাদ উদ্দিন মিজবা স্টাফ রিপোর্ট ।
কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড গুনার পাড়া আলমগীর টাওয়ারের পাশে শুভ উদ্বোধন হলো নিউ আল আমিন জুয়েলার্স জুয়েলার্সের প্রোপাইটার সৌরভ ধর,নিউ আল আমিন জুয়েলার্সে সেবা সমূহ :এখানে যেকোনো ধরনের স্বর্ণ অলংকার নির্মান মেরামত করা হয়, এখানে দেশি ও বিদেশী স্বর্ণ সুলভ মূল্যে ক্রয় ও বিক্রয় করা হয় তাছাড়া যেকোনো ধরনের স্বর্ণ বন্ধকী নেওয়া হয়, উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট রাজনৈতিক বিদ মেজবাহ উদ্দিন, অসীম ধর,সুজন ধর, নয়ন ধর,রুপন দে,রিহান মিয়া,ফরহাদ উদ্দীন মিজবাহ সহ আরো অনেকে।