মো: কামরুল হাসান, কক্সবাজার
টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে অপহরণ ও মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কেফায়েত উল্লাহ ০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয় । গত ২৮/০৩/২০২৫ খ্রি. দিবাগত রাত অনুমান ০২.৩০ ঘটিকায় টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস টিম টেকনাফ মডেল থানাধীন সদর ইউপিস্থ হাজং পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ ও মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা ১। কেফায়েত উল্লাহ(২৭), পিতা-নুর হোছন প্রকাশ হোসেন, সাং-কচ্ছপিয়া, ০৮নং ওয়ার্ড, বাহারছড়া ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার কে গ্রেফতার করে। অভিযানে তার হেফাজত থেকে ০৩টি দেশীয় তৈরী এলজি ও ১১টি তাজা কার্তুজ উদ্ধার করা হয় । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ও খুন, অপহরণ, মানব পাচার আইনে ১১টি মামলা রয়েছে।
উক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত কেফায়েত উল্লাহ(২৭)র বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়ছেন থানা পুলিশ।