মাহফুজুর রহমান সাইমন
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুরুয়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে মার্চ (বুধবার) বিকেলে এ মতবিনিময় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ঢাকা ৪ এর পিপি বিশিষ্ট আইনজীবী এডভোকেট এরশাদ আলম জর্জ,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান মো: আল বেরুনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এসএম জুবায়েল হোসেন। এ সময় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং ধর্মপ্রান রোজাদাররা উপস্থিত ছিলেন।