মোঃ সালাউদ্দীন, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করে হাটহাজারী উপজেলা জামায়াতে ইসলামী। ২৫ মার্চ, মঙ্গলবার বিকাল ৪ টা হাটহাজারী উপজেলা কনক কমিউনিটি সেন্টারে ধলই ইউনিয়ন সভাপতি মাওলানা রাকিবুল হাসানের অর্থসহ কোরআন তেলাওয়াত মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়। হাটহাজারী উপজেলা জামায়াত আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সভাপতিত্বে ইফতার মাহফিল সঞ্চালনা করেন সেক্রেটারী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী। প্রধান অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, বিশেষ অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি অধ্যক্ষ নুরনবী। উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আর্থিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।