হুমায়ুন কবির প্রতিনিধি,
বিএনপি নেতা মেহেদী হাসান সুমন বলেন আজও আমরা একটি ভালো কাজ করতে পেরে খুশি। আগামীর রাষ্ট্র নায়ক,তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের এর ঈদ উপহার
ব্রিগে.জেনারেল অব: ড.এ কে এম শামসুল ইসলাম শামস(সূর্য) মহোদয় এবং সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল সাহেবের নিদর্শনায়—ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা,,৮ নং সিংরইল ইউনিয়ন বিএনপির ত্যাগী নেতা মরহুম আসাদ ভাইয়ের পরিবারের পৌঁছে দিতে পেরেছি।
ঈদ উপহার ছিল নগত অর্থ,একবস্তা চাল,সেমাই,চিনি,ডাল,তেল,পিঁয়াজ এবং এক প্যাকেট বাসমতী চাল এবং সেই সাথে প্রতিমাসে একবস্তা চাল দেওয়া ও সব সময় উনার পরিবারের পাশে থাকার অঙ্গিকার করেছেন ব্রিগেডিয়ার জেনারেল অব: ড.এ কে এম শামসুল ইসলাম শামস (সূর্য) সাহেব।
পরিশেষে বিএনপির নেতা মেহেদী হাসান সুমন বলেন মরহুম আসাদ ভাইয়ের পরিবারে ঈদ উপহার পৌঁছে দিতে পেরে ও উনার পরিবারের পাশে থাকতে পেরে নিজেদের কে খুবই গর্ববোধ মনে করছি।