1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিরামপুরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হাইওয়ে মহাসড়কের বেহাল অবস্থা কে নিবে দায়ভার সিটি কর্পোরেশন নাকি প্রশাসন আনোয়ারায় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরি দুর্গাপুরে সরকারী জমি যর দখলের অভিযোগ নিরাপত্তাহীন সৈকতে আর প্রাণহানি নয়: পর্যটনের নামে গাফেলতির মূল্য কে দেবে:- প্রতিবাদে সোচ্চার স্বেচ্ছাসেবীরা ৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত রেলের জিএম’র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ টাঙ্গাইলে মেডিক্যাল হোস্টেলে মিললো ছাত্রীর ঝু”ল”ন্ত ম”র”দে”হ সাতক্ষীরা দেবহাটায় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা

বাঞ্ছারামপুরে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে জোনায়েদ সাকি

রিপন মিয়া সরকার প্রতিনিধি ।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

রিপন মিয়া সরকার প্রতিনিধি ।

বাঞ্ছারামপুর উপজেলায় গণসংহতি আন্দোলনের প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা গণসংহতি আন্দোলনের উদ্যোগে উপজেলা ডিজিটাল হল রুমে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর উপ‌জেলার প্রধান সমন্বয়কারী মো. শামীম শিবলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জহিরুল ইসলাম (রেনু মেম্বার)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, “বাংলাদেশ আজ একটি সংকটপূর্ণ সময়ে দাঁড়িয়ে। তরুণরা আমাদের দেশকে ধ্বংসের মুখ থেকে নতুনভাবে গড়ার সুযোগ তৈরি করেছে। তাই মতপার্থক্য থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “এই এলাকার উন্নয়ন নিশ্চিত করতে আমি ও আমার দল বদ্ধপরিকর। আমরা চাই জনগণের ক্ষমতা জনগণের হাতেই থাকুক, কোনো ফ্যাসিস্ট শক্তির হাতে নয়।”

জোনায়েদ সাকি সাবেক আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো বহাল রয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে জুলাই-আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটেছে। তবে এটি মনে রাখা জরুরি, শেখ হাসিনার আগেও যারা দুঃশাসন চালিয়েছে, তারা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে শাসন কায়েম করেছিল, সেই ব্যবস্থা এখনো বহাল তবিয়তে আছে। আমাদের প্রধান কাজ হলো সেই ব্যবস্থাকে পরিবর্তন করা।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের জন্য শুধু নির্বাচন যথেষ্ট নয়, একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো দরকার। আমরা চাই গণতন্ত্রের প্রকৃত রক্ষকরা সক্রিয় হোক এবং একটি ন্যায়সঙ্গত রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠুক।”

অনুষ্ঠানে বক্তারা গণসংহতি আন্দোলনের আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট