মোঃ ইলিয়াছ খান প্রতিনিধি।
ফরিদপুরের সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৭ শে মার্চ সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সালথা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মোঃ সেলিম মোল্লার সভাপতিত্বে অসাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খন্দকার ফজলুল হক টুলু।
সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সহকারী পুলিশ সুপার সার্কেল সালথা নগরকান্দা মোঃ শাকিল। এছাড়াও উপস্থিত ছিলেন সালথা থানার বার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, শিক্ষক নেতা জাহিদ হোসেন, উপজেলা পরিষদের সাবেক বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আসাছ মাতুব্বর, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলের সদস্য জয়নাল আবেদীন বকুল মিয়া, উপজেলা জামাতে আমির অধ্যক্ষ মাওলানা আবুল ফজলুর মোরাদ, প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সালথা উপজেলার সকল কলম যোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।