মো:সোহাগ মিয়া দিরাই প্রতিনিধি
তাহফফুজে দ্বীন সুনামগঞ্জ বোর্ড কৃর্তক পরিচালিত, পবিত্র রমজান মাস ব্যাপী ক্বিরাত প্রশিক্ষণ কোর্স সমাপ্তি উপলক্ষে মাটিয়াপুর শিক্ষা উন্নয়ন প্রবাসী ট্রাস্ট এর পক্ষ থেকে দোয়া মাহফিল ও বিদায় অনুস্টান।এতে উপস্তিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি মো:সোহেল খান,সৈয়দ মীজানুর রহমান, তাজুল হক,এলখাচ মিয়া,রাহেল মিয়া, মিলফরমিয়া,কবির মিয়া, বলু মিয়া,এমরান মিয়া,মাওলানা মাহমুদুল হাছান,দবীর আহমদ, মাওলানা মাহমুদূল হাসান আরিফী,উপস্তাপনা মাওলানা কারী সৈয়দ মিজানুর রমান।