মোঃ সালাউদ্দীন মুন্না, চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধিঃ
“আমরা গত ১৬ বছর আপনাদের মাঝে প্রকাশ্য ঈদ উপহার পাঠাতে পারিনি। যতটুকু পেরেছি গোপনে ঘরে পাঠিয়েছি। আজ আল্লাহ সে পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, তাই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই অল্প উপহার পেয়ে আপনারা কিছু মনে করবেন না। আমরা আপনাদের বাড়ী বেড়াতে এসেছি, আসার সময় কিছু হাদিয়া নিয়ে এসেছি। আমরা একটা পরিবার।আমাদের পরিবারে কেউ আর্থিকভাবে দুর্বল হতে পারে, তাকে সহযোগীতা করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্ত সে ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি। তাই জামায়াত ইসলামী আগামীতে ক্ষমতায় গেলে প্রশাসনিকভাবে ঈদ উপহার সবার ঘরে পৌছে যাবে।” বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-৫ (হাটহাজারী) সংসদীয় আসন পদপ্রার্থী হাটহাজারী উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম গুমানমর্দ্দন ইউনিয়ন ১নং ওয়ার্ড উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। ২৬ মার্চ, বুধবার সকাল ১১ টা হাফেজ আবু সাঈদ কুরআন তেলাওয়াত মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সাংবাদিক সালাউদ্দীন মুন্না সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুমানমর্দ্দন ইউনিয়ন জামায়াত সভাপতি আবু তৈয়ব। বিশেষ অতিথি বক্তব্য রাখেন হাটহাজারী সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবুল বাশার, হাটহাজারী পৌরসভা জামায়াত সেক্রেটারী আবু আহাম্মদ। আরো বক্তব্য রাখেন গুমানমর্দ্দন ইউনিয়ন সেক্রেটারী আবদুল করিম, এসিস্ট্যান্ট সেক্রেটারী জহির উদ্দীন বাবর, ১ নং ওয়ার্ড সভাপতি আরফান উদ্দীন। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম উপস্থিত সকলের পরিবারের খোজ খবর নেন এবং ঈদ উপহার সামগ্রী তুলে দেন।