ঢাকা জেলা প্রতিনিধি:
খিলক্ষেত থানার সাবেক সহ-সভাপতি যুবদল নেতা খাইরুল ইসলাম দেওয়ান জনগণের উদ্দেশ্যে কিছু বার্তা ব্যক্ত করেছেন-
আসসালামুয়ালাইকুম,আমি মোঃ খাইরুল ইসলাম দেওয়ান,পিতা- মৃত মোঃ সাহাবউদ্দিন দেওয়ান, সাং বরুয়া,খিলক্ষেত ঢাকা।
আমি বরুয়া এলাকায় সকলের সামনে ছোট থেকে বড় হয়েছি। আমার জানা মতে আমি খিলক্ষেত বরুয়া এলাকায় কোনো ধরনের, অন্যায়-অত্যাচার, জুলুম , চাঁদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদি কার্যক্রম থেকে বিরত আছি।
আপনারা এলাকার জনগণ জানেন চিনেন । আমার রাজনীতি জীবনে আমি আপনাদের চোখের সামনে নানান অত্যাচারের শিকার হয়েছি। বিগত ১৭ বছর আগে আমার ডিস-ইন্টারনেট ব্যবসা ছিল। আপনারা বরুয়া এলাকার জনগণ জানেন। কিন্তু এই ব্যবসা বিগত দিনে,কিছু আওয়ামী লীগ লোকজন কেড়ে নেয়।আমাকে ডিবি পুলিশ দ্বারা নানান নির্যাতন করা হয়। তারপরও আমি এলাকার জনগণ নিয়ে ভাবী।
আপনারা এলাকার জনগণ জানেন, আমি যতটুকু পারি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি। আপনাদের অসহায়ত্বের পাশে দাঁড়াই। এলাকার জনগণ ভালো থাকুক। উদ্দেশ্যে আমার এটাই।
কিছু দিন যাবত কিছু দুষ্কৃতী লোকজন আমাকে নিয়ে “মানবকণ্ঠ পত্রিকায়”বিভিন্ন ধরনের নিউজ অপপ্রচার প্রকাশ করেন।তা জনগণের কাছে ভিত্তিহীন। কারন এলাকার জনগণ জানে এইসব খবর সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। এলাকার কিছু আওয়ামী লীগ পন্থী লোকজন আমাকে নিয়ে মিথ্যা, উদ্দেশ্যহীন ভাবে ব্যক্তি জীবনে কালো দাগ লাগানোর চেষ্টা করছে। আপনারা এলাকার জনগণ জানেন এইসব মিথ্যা ঘটনার জন্য আমি কোনো ভাবে দ্বায়ী নয়।এইসব সংবাদ প্রকাশের মাধ্যমে আমাকে সমাজের কাছে মানক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে।
আমি এই সব নিউজ নিয়ে মানহানির মামলায় যাবো। মিডিয়াতেও যেই ধরনের ভিত্তিহীন অপপ্রচার করা হচ্ছে সেটি একদমই উদ্দেশ্য মূলক ।আমি ছেলে হিসেবে কেমন এই বরুয়া গ্রামের মানুষ খুব ভালো করেই জানে।
অতএব,সমাজ ও জনগণের নিকট দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এইসব ঘটনা কিংবা মিথ্যা নিউজ নিয়ে এলাকায় বৃভান্তি ছড়াবেন না। আমি মোঃ খাইরুল ইসলাম দেওয়ান আপনাদের পাশে আছি, আগামীদিনেও পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।
আমি বরুয়া এলাকার,আপনাদের সুযোগ্য সন্তান। এই যুবদল নেতা সব সময় জনগণ ও এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে অগ্রযাত্রার দিকে এগিয়ে যাবেন বলে আমাদের জানিয়েছেন।