ফয়সাল মাহমুদ, শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলাধীন রাজাপুর মসজিদের সামনে মাটি ভর্তি ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহতের ঘটনা ঘটে।
বুধবার (২৬ মার্চ) দুপুরে উক্ত দুর্ঘটনায় সিএনজিতে থাকা মোঃ স্বপন (৩৬) নামে এক যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কুমিল্লা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার স্বপনকে মৃত ঘোষণা করেন।