হুমায়ুন কবির ময়মনসিংহ প্রতিনিধি
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছেন মিসর।দেশটির জাতীয় জ্যোতিবিজ্ঞান ও ভূ পদার্থবিদ্যা গবেষণা ইনস্টিটিউট (এন আর আই এ জি) জানিয়েছেন আগামী ৩০ মার্চ ঈদুল ফিতর পালিত হবে।
বার্তা সংস্থা এপির বরাতে ইজিপ্টসিয়ান স্টিটের এক প্রতিবেদনে তা জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে,আরব বিশ্বের বেশ কয়েকটি দেশের পূর্বআভাসের সংগে মিসরের ঘোষিত তারিখ মিল রয়েছে। দেশটিতে আগামী ৩০ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। এন আর আই এ জি জানিয়েছেন, শাওয়ালের চাঁদ ২৯ মার্চ কায়রোর স্থানীয় সময় দুপুর ১ টাই জন্ম নেবে। এছাড়া এই চাঁদ সূর্যাস্তের পর ১১ মিনিট ধরে কায়রোতে দৃশ্যমান হবে। ফলে ৩০ মার্চ রবিবারই ঈদুল ফিতরের প্রথম দিন হবে।
এমন কি এন আর আই এ জি এই ঘোষনার সাথে সম্মতি রেখে মিসর সরকার ৩ দিনের ছুটি ঘোষনা করেছেন।