1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

শেরপুরে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

সাইমন সরকার শেরপুর সদর উপজেলা প্রতিনিধি :
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

সাইমন সরকার শেরপুর সদর উপজেলা প্রতিনিধি :

২৬ মার্চ বুধবার সকাল ১১ টায় শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিউট কনফারেন্স হল রুমে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রশিক্ষক ফাতেমাতুজজোহরা এর সঞ্চালনায়,

সভাপতিত্ব করেন শেরপুরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো: মতিউজ্জামান, উপস্থিত ছিলেন মুখ্য প্রশিক্ষক মোহাম্মদ মাহাবুব উর রহমান,

ও মুখ্য প্রশিক্ষক (ফার্ম সুপার মোহাম্মদ সাখাওয়া ইকরাম, ও কর্মরত কর্মকর্তা-কর্মচারি ও সকল পর্বের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এদিনটি বাঙালি জাতির জীবনে এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। এদিনটি রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। আজকের স্মরণ করছি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল যোদ্ধাদের যাদের অসীম সাহস ও প্রাণের বিনিময়ে আমরা পাকিস্তানিদের শোষন থেকে রেহায় পেয়েছি । বক্তারা আরও বলেন, স্বাধীনতার ইতিহাস হল দীর্ঘ ইতিহাস। অনেকের বিশ্বাস মূলত ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমেই আমাদের স্বাধীনতার বীজ বপন হয়েছে। ২৫ মার্চ রাতে গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। তাই ২৬ শে মার্চ স্বাধীনতার ঘোষণা হয়। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে শহীদের রক্তস্নাত হয়ে অনেক মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করি। যুদ্ধ কোন জাতির জন্য কাম্য নয়, যুদ্ধে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় বেশি। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পেরেছি, স্বাধীন দেশের নাগরিক হয়েছি।অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ।

আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট