মোঃ আবদাল মিয়া প্রতিনিধি,
আজ ২৬ মার্চ মহানণ স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
ভোর ৫.৫১ মিনিটে মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা মহোদয়ের নেতৃত্বে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ স্মৃতিসৌধ এবং ৬.১০ মিনিটে শাহ মোস্তফা রোডে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব শাকিল আহমেদ, জেলা বিশেষ শাখার ডিআইও ১ জনাব মোঃ আবু হোসাইন , সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব গাজী মোঃ মাহবুবুর রহমান, টিআই (এডমিন) জনাব অনিল বিকাশ চাকমাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।